কলাপাড়ায় বলগেটের ধাক্কায় ভেঙ্গে গেছে শেখ জামাল সেতুর সুরক্ষা দেয়াল!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় বলগেটের ধাক্কায় ভেঙ্গে গেছে শেখ জামাল সেতুর সুরক্ষা দেয়াল!
বৃহস্পতিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২২


কলাপাড়ায় বলগেটের ধাক্কায় ভেঙ্গে গেছে শেখ জামাল সেতুর গার্ডার সুরক্ষা দেয়াল!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর এলাকায় সোনাতলা নদীর উপড় নির্মিত শেখ জামাল সেতুর দুটি গার্ডারে বালুবাহী বলগেটের ধাক্কায় ভেঙ্গে গেছে এর সুরক্ষা দেয়াল (ফান্ডার পাইল)। এসময় ভেঙ্গে পড়া পাইলের ধাক্কায় মাছধরারত নুরুল ইসলাম নামের এক জেলে তার নৌকাসহ পানিতে তলিয়ে যায়। পরে তিনি সাঁতরে ওই বলগেটে ওঠেন। নুরুল নীলগঞ্জ ইউনিয়নের উত্তর হলদীবাড়িয়ার এসাহাক হাওলাদারের পুত্র। বৃহসস্পতিবার সকাল সাড়ে ৯টার এ ঘটনায় বলগেটসহ ৪ জনকে আটক করেছে কোষ্টগার্ড নিজামপুর স্টেশন।
কোস্টগার্ড জানায়, বালু বোঝাই (৩২ হাজার ৫’শ সিএফটি) এমভি ফাহিম মোল্লা নামের বলগেটি খাজুরা থেকে পায়রা বন্দর যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে শেখ জামাল সেতুর গার্ডেরর সুরক্ষা দেয়ালে (ফান্ডার পাইল) আছড়ে পড়ে। এতে দুটি গার্ডারের ৮টি পাইল তলিয়ে যায়। বলগেটির মালিক ঢাকার ডেমরা বকুল মোল্লা।
জেলে নুরুল ইসলাম জানান, তা নৌকাসহ ছিপ বড়শি সব শেষ হয়ে গেছে।
বলগেটের সুকানী শফিক বলেন, প্রচন্ড ¯্রােতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
কোস্টগার্ড নিজামপুরের কমান্ডিং অফিসার মো. হুমায়ুন কাদির জানান, বিষয়টি কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা, পটুয়াখালী সড়ক ও জনপথকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা তারা গ্রহন করবেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:৩৯ ● ৫০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ