গলাচিপায় কারেন্ট ও বেহুন্দী জাল জব্দ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় কারেন্ট ও বেহুন্দী জাল জব্দ
বৃহস্পতিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২২


গলাচিপায় কারেন্ট ও বেহুন্দী জাল জব্দ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা মৎস্য অধিদপ্তর ও নৌ-বাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৪টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সাগর মোহনার রামনাবাদ, আগুনমুখা ও বুড়া গৌড়াঙ্গ নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসব জালের মূল্য আনুমানিক ৯ লাখ টাকা।

জব্দকৃত জাল উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী মেজিষ্ট্রেট নজরুল ইসলাম এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় মৎস্য অধিদপ্তরের মেরিন অফিসার আ. কুদ্দুস, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদ্যাদুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও নৌ-বাহিনীর কর্মকর্তাসহ নৌ-সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদ্যাদুল্লাহ বলেন, মৎস্য সম্পদ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৫:২৬ ● ১৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ