সংসদে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন বিলের রিপোর্ট উপস্থাপন

প্রথম পাতা » জাতীয় » সংসদে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন বিলের রিপোর্ট উপস্থাপন
রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৯


ফাইল ছবি
ঢাকা সাগরকন্যা অফিস ॥
ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০১৯ এর ওপর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট রবিবার সংসদে উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।

কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ‘টপ সয়েল’ রাসহ ইটভাটাজনিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ল্েয প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ১০ ফেব্রুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন গত ১০ ফেব্রুয়ারি বিলটি উত্থাপন করেন। বিলে বিদ্যমান আইনের কয়েকটি ধারায় প্রয়োজনীয় সংশোধনী এবং কয়েকটি বিধান বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে। বিলে লাইসেন্স এবং অনুমোদিত ইটভাটা ছাড়া ইট প্রস্তুত নিষিদ্ধের বিধানের প্রস্তাব করা হয়েছে। তবে ব্লক প্রস্তুতের েেত্র লাইসেন্স প্রয়োজন হবে না। বিলে ইটভাটার েেত্র সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোন ইটভাটায় ছিদ্রযুক্ত ইট প্রস্তুতের নির্দেশনা জারির বিধানেরও প্রস্তাব করা হয়।

এ ছাড়া ইটভাটা স্থাপনে বিধি-নিষেধ জারির বিধানেরও প্রস্তাব করা হয়। বিলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সংক্রান্ত জটিলতা নিরসনে বিদ্যমান আইনের কোনো কোনো ধারা বিলুপ্ত করার প্রস্তাব করা হয়। পাশাপাশি সময় সময় জারি করা রপ্তানি নীতি অনুসরন ছাড়া ইট রপ্তানি করা যাবে না বলে বিধানে প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিলে লাইসেন্স বাতিল বা স্থগিতের বিধানের প্রস্তাব করা হয়। বিলে উল্লিখিত বিধান লংঘনজনিত অপরাধের জন্য কারাদন্ড ও অর্থদন্ডের বিধানের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বিধান লংঘনজনিত অপরাধে সর্বোচ্চ ১ বছর কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রাখা হয়েছে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৭:২৭:০৩ ● ৪৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ