কাউখালীতে হতদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচি শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে হতদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচি শুরু
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২


কাউখালীতে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি শুরু

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার (১ফেব্রুয়ারী) সকালে কাউখালী ইউপি’র কেউন্দিয়া বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন এর বাড়ি হতে মুক্তিযোদ্ধা রাকিব তালুকদারের বাড়ি হয়ে বীর মুক্তিযোদ্ধা ইসমাইলের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৪০ দিনের এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম.ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান.সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আক্তারুন নাহার রেবা,ইউপি সদস্য মো.সাইদ উপস্থিত ছিলেন।
এ উপজেলার ৫টি ইউনিয়নে ২০টি (ইজিপিপি) প্রকল্পে মোট ৬২৪ জন শ্রমিক অংশগ্রহণ করছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৮:৫৭ ● ২০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ