কলাপাড়ায় চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২


কলাপাড়ায় চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের আর পিসিএল ১নং গেট সংলগ্ন মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি নাইট চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) রাত ৮টায়। ফাইনাল খেলায় যে দুইটি দল অংশ গ্রহন করেছেন তার হলেন পশ্চিম গন্ডামারী ভাই ভাই ও মরিচবুনিয়া সেভেন প্লেয়ার্স সাইন। দুই দলের আক্রমন ও পান্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা গোলশূন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ৩/২ গোলে মরিচবুনিয়া সেভেন প্লেয়ার্স সাইন চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। এ টুনামেন্টে ধানখালী ইউনিয়নের  স্থানীয় খেলোয়ারদের সমন্বয় ১৮ দল অংশ গ্রহন করেন।
ধানখালী ও ফুলতলী যুব সমাজ কর্তৃক আযোজিত বঙ্গবন্ধু ¯তৃতি নাইট চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সভাপত্বি করেন সাবেক ইউপি সদস্য মো,রুহুল আমিন মৃধা। প্রধান অতিথি ছিলেন গাজী রাইসুল ইসলাম রাজিব,বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তা,সাখাওয়াত হোসেন কায়েস তালুকদার । খেলা পরিচালনা করেন জয়নাল মৃধা, খেলার ধারা বিবরন দিয়েছেন কল্লোল বিশ্বাস,টিংকু রায় প্রমুখ।

এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:১১ ● ৫৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ