দুমকিতে পিরতলা খালটি এখন ময়লার ভাগার

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে পিরতলা খালটি এখন ময়লার ভাগার
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২


দুমকিতে পিরতলা খালটি এখন ময়লার ভাগার

দুমকি(পটুয়াখালী)সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিরতলার খালটি এখন রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা আর্বজনার ভাগারে পরিণত হয়েছে। দীর্ঘনি যাবৎ খালটি খনন ও পরিস্কার পরিচ্ছন্নতার অভাব,  নাগরিকদের অসচেতনা আর কর্তৃপক্ষে নজরদারীহীনতায় ময়লা ফেলার ভাগারে পরিণত হয়েছে।
এ খালটির পাশেই উপজেলা শহরের ঐতিহ্যবাহি পিরতলা বন্দর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ ভবন, সৃজনী বিদ্যানিকেতন’র স্কুল এন্ড কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, শহরের খালটি আর্বজনায় ভরা। কোথাও পানি জমে আছে আবার কোথাও ময়লার স্তুপের সৃষ্টি হয়েছে এবং কুচুরিপানায় ভরে আছে। এ ছাড়া খালের পাড়ে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের কারণে মাটি ভরাটের ফলে খালের পানি প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়। সে সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কিন্তু তার কয়েকদিন পরেই রহস্যজনভাবে তা বন্ধ হয়ে যায়।
পবিপ্রবি’র শিক্ষার্থীরা জানান, খালের দুর্গন্ধের কারণে তাদের যাতায়াতে সমস্যা হয়। সুস্থ্য পরিবেশের কথা চিন্তা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি তাদের।
সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস জানান, বর্ষার মৌসুমে ময়লার দুর্গন্ধে ৮ম,নবম ও ১০ম শ্রেণীর ক্লাশ রুমে ঢোকা দু:স্কর হয়ে পড়ে। শিক্ষার্থীরাও ক্লাশে টিকতে পারে না।
শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, আগা-গোড়ায় স্লুইজগেটের কারনে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ক্রমে ক্রমে খালটি ভরাট হয়ে গেছে। পাশাপাশি অবৈধ দখলদাররাও যে যেমন পারছে ভরাট করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের আয়াতন বৃদ্ধি করায় খালটি অস্তিত্ব হারাতে বসেছে। এঅবস্থার মধ্যে অসচেতন ব্যবসায়িসহ সাধারণ মানুষজন খালে ময়লা ফেলছেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, নানা কারণে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম বাঁধাগ্রস্ত হচ্ছে। খালটি অবৈধ দখল মুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য নাগরিকদেরও আন্তরিক হতে হবে। নাগরিক ও স্থানীয়রা সচেতন হলে খালটি পরিষ্কার রাখা সম্ভব হবে।

এমআর

বাংলাদেশ সময়: ২০:১৭:৪২ ● ৬৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ