চরফ্যাশনে বিয়েতে রাজি না হওয়ায় মামলা, আটক-১

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে বিয়েতে রাজি না হওয়ায় মামলা, আটক-১
সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২


চরফ্যাশনে বিয়েতে রাজি না হওয়ায় মামলা, আটক-১

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার আহম্মদপুরের ফরিবাদ গ্রামে বাল্য বিয়েতে অস্বীকৃতির ঘটনায় উভয় পক্ষের পাল্টা-পাল্টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ১জনকে আটক করে সোমবার (৩১ জানুয়ারি) জেলহাজতে প্রেরণ করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, ফরিদাবাদ গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত জামাল হোসেনের পুত্র রুবেল(২২) এর সাথে একই এলাকার তাজল ইসলামের ৯ম শ্রেণিতে পড়–য়া কন্যার সাথে বিয়ের দেয়ার চেষ্টা চালায়। এতে রুবেল মেয়ের বয়স হয়নি বলে অস্বীকৃতি জানায়। স্থানীয় সেলিম ও মেয়ের পিতা বিয়ের জন্যে হুমকী ধমকী দিয়ে বেড়ায়। এতে রুবেল বাদী হয়ে নিরাপত্তা চেয়ে মেয়ের পিতা ও সেলিমসহ ৪জনের বিরুদ্ধে চরফ্যাশন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এমপি ৩৯/২২মামলা দায়ের করেন। মামলার নোটিশ আসামীদের বাড়ীতে পৌঁছলে ক্ষিপ্ত হয় মেয়ের পরিবার।
মেয়ের পিতা তাজল ইসলাম বাদী হয়ে ২৯জানুয়াারী/২২ তারিখে রুবেল(২২) ভাই রিয়াজ(২৮), চাচা ইদ্রিস মাঝিসহ ৪জনকে আসামী করে দুলারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩/১০/৩০ যৌন নীপিড়ন ও সহায়তা করার অপরাধে মামলা দায়ের করেন। পুলিশ মো. রিয়াজকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন।
চৌমহনী এমডি দাখিল মাদ্রাসার সুপার আ.খ.ম মফিজুল ইসলাম স্বাক্ষরিত প্রত্যেয়ন পত্রে জানাযায়, মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী তার জম্ম তারিখ ৩ অক্টোবর/২০০৯ইং। এতে প্রমাণ করে উক্ত ছাত্রীর বিয়ের বয়স হয়নি।
এক মামলার বাদী ও অন্য মামলার ১নং আসামী মো. রুবেল বলেন, আমি নির্দোষ আমাকে ফাঁসানোর জন্যে মেয়ের পিতাসহ সমাজপ্রতিরা হুমকী ধমকী দিচ্ছে। তাই আমি নিরাপত্তা চেয়ে চরফ্যাশন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোর্টে এমপি ৩৯/২২ মামলা দায়ের করছি। আমি আদালতের কাছে সঠিক বিচার চাই?
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। ২নম্বার আসামীকে ্আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৭:৪৯ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ