চীনে বাস দুর্ঘটনায় ২১ শ্রমিক নিহত

প্রথম পাতা » বিশ্ব » চীনে বাস দুর্ঘটনায় ২১ শ্রমিক নিহত
রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৯


---

সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক॥
চীনে বাস দুর্ঘটনায় ২১ শ্রমিক নিহত হয়েছেন।  এ সময় আহত হয়েছেন অন্তত ২৯ জন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানা যায়। রোববার শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার ইয়িনমিন খনি কারখানার সিসা, দস্তা ও রুপার খনিতে এ দুর্ঘটনা ঘটে। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, বাসটির ব্রেক নষ্ট থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, ৫০ জন শ্রমিককে ওই খনির আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের টানেলে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমে জানানো হয়, জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এরইমধ্যে এ দুর্ঘটনায় সহায়তা দেওয়ার জন্য এক কর্মী দলকে পাঠিয়েছে। এ ছাড়া একটি তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়েছে বলেও জানানো হয়। সাম্প্রতিক সময়ে চীনের খনিগুলোতে বিপুল নিরাপত্তা দেওয়া সত্ত্বেও প্রতিবছর কোনো না কোনো দুর্ঘটনায় শ্রমিকরা নিহত হচ্ছেন। মূলত গ্যাস বিস্ফোরণ, ভূগর্ভস্থ বন্যা ও কাঠামোগত ত্রুটির কারণে এসব দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৬ ● ৪৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ