গলাচিপায় বাকপ্রতিবন্ধী রানীর সন্ধান মেলেনি

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় বাকপ্রতিবন্ধী রানীর সন্ধান মেলেনি
রবিবার ● ৩০ জানুয়ারী ২০২২


গলাচিপায় বাকপ্রতিবন্ধী রানীর সন্ধান মেলেনি

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা নিখোঁজ বাকপ্রতিবন্ধী রানী বেগম(৪৯)কে না পেয়ে অবশেষে থানায় জিডি করেছেন রানীর ভাই অসীম চন্দ্র সিকদার। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামের ৪নম্বর ওয়ার্ডে।
জিডি সূত্রে ও বাকপ্রতিবন্ধী রানীর ভাই অসীম চন্দ্র সিকদার (৪৬) জানান, আমার বোন রানী জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। ইতিপূর্বে অনেকবার আমাদের বাড়ি হইতে কাউকে কিছু না বলিয়া বিভিন্ন জায়গায় চলিয়া যাইত। আবার কিছুদিন পরে ফিরে আসত। গত ২৬ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে আমার বোন রানী কাউকে কিছু না বলিয়া আবারো ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু আর ফিরে আসে নাই। আমার বোনকে আত্মীয় স্বজনের বাড়ি ও অনেক খোঁজা-খুঁজি করে না পেয়ে অবশেষ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার ডায়েরী নম্বর ৬৩৩, তারিখ- ১৬/০১/২০২২। ঘর থেকে বের হওয়ার সময় আমার বোনের পড়নে স্যালেয়ার কামিজ ছিল। তার উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, স্বাস্থ্য মোটামুটি। আমার বোনের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নাম রানী, পিতা- অনিল চন্দ্র সিকদার, মাতা- মালতী রানী, জন্ম তারিখ- ২৫/১১/১৯৭২, জাতীয় পরিচয় পত্র নম্বর- ২৩৬৬৫৬১৫৮৩। আমি আমার বোনকে ফিরে পেতে চাই।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩১:৫৫ ● ৩৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ