গৌরনদীতে বাস চাপায় দুই স্কুলছাত্র নিহত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে বাস চাপায় দুই স্কুলছাত্র নিহত
বুধবার ● ২৬ জানুয়ারী ২০২২


গৌরনদীতে বাস চাপায় দুই স্কুলছাত্র নিহত

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাসের টিকা নিতে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহী দশম শ্রেনীর ২ ছাত্র নিহত ও অপর এক সহপাঠী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্ররা হলো- বার্থী গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল মালেক বেপারীর ছেলে অন্তর বেপারাী (১৪) ও তাঁরাকুপি গ্রামের জালাল ফকিরের ছেলে রেদওয়ান ফকির (১৪)। গুরুতর আহত অবস্থায় স্কুল ছাত্র কাইয়ুম ঘরামীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হতাহতরা উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘাতক বাসটি ভাংচুর করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে । চালক পলাতক রয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুর রহমান জানান, করোনার টিকা নিতে গৌরনদী উপজেলা সদরে যাওয়ার উদ্দেশ্যে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অন্তর বেপারী, রেদওয়ান ফকির, কাইয়ুম ঘরামী একটি মোটর সাইকেল যোগে স্কুল থেকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই স্কুল থেকে রওনা দেয়। বরগুনার পাথরঘাটা থেকে বলেশ^র পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে গতকাল বুধবার ভোরে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বাসটি সকাল সাড়ে ১০টার দিকে  ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে পৌঁছলে স্কুল থেকে বের হওয়া ওই মোটর সাইকেলটি চাপা দেয়। এতে মোটর সাইকেলের চালক দশম শ্রেণীর ছাত্র রেদওয়ান ফকির, সহপাঠী অন্তর বেপারী, অপর সহপাঠী কাইয়ুম ঘরামী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় ওই তিন ছাত্রকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অন্তর বেপারী মারা যায়। বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় রেদওয়ান ও কাইয়ুমকে বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  ঢাকা নেওয়ার পথিমধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেদওয়ানকে মৃৃত ঘোষণা করেন। দুঘর্টনার পর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘাতক বাসটি ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হ্স্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। পরবর্তীতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:১৫ ● ৪৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ