নেছারাবাদে প্রাণীসম্পদ মন্ত্রীর পক্ষথেকে কম্বল বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে প্রাণীসম্পদ মন্ত্রীর পক্ষথেকে কম্বল বিতরণ
বুধবার ● ২৬ জানুয়ারী ২০২২


নেছারাবাদে প্রাণীসম্পদ মন্ত্রীর পক্ষথেকে কম্বল বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে মৎস্য ও প্রানিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) এর পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পৌর এলাকায় বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দেয়া ওই কম্বল উপজেলার পৌরসভা ও ১০ টি ইউনিয়নের প্রায় এক হাজার অসহায় ও দুঃস্থ লোকদের মাঝে বিতরণ করা হয়।
এসময় মন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ফায়েজ, উপজেলা যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম বিপ্লব, মো. কবির, পৌর আওয়ামীলীগ নেতা মো. মাহফুজুর রহমান, মো. আলী আজিম বাচ্চু, মো. ফরিদ হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শিমুল ও সজিব ওয়াজেদ সহ দলীয় নেতাকর্মিরা ওই কম্বল বিতরণ করেন। পরে উপজেলার ১০ টি ইউনিয়নে দলীয় নেতাকর্মিদেও মাধ্যমে স্ব স্ব এলাকায় কম্বল বিতরণ করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৯:২১ ● ৪৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ