সংসদে যোগ দিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সংসদে যোগ দিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৯


ফাইল ছবি
ঢাকা সাগরকন্যা অফিস ॥
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা সংসদ কার্যক্রমে অংশ নিয়েছেন। রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ বিষয়টি অবহিত করে সংরক্ষিত আসনের সদস্যদের অভিনন্দন জানান। এর আগে গত বুধবার স্পিকার জাতীয় সংসদের শপথ কে সংরক্ষিত মহিলা আসনে ৪৯ জনকে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান। ১৭ ফেব্রুয়ারি রবিবার সংরক্ষিত মহিলা আসনের ৪৯ জন সংসদ সদস্যকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিনই ইসি সচিবালয়ের যুগ্ম সচিব ও সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এর আগে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করেন।

সংরক্ষিত আসনের সদস্যদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন সংসদ সদস্য হলেন, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা, সুবর্ণা মুস্তফা, নাহিদ ইজহার খান, খাদিজাতুল আনোয়ার, ওয়াশিকা আয়েশা খানম, কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তি চাকমা, আঞ্জুম সুলতানা, আরমা দত্ত, উম্মে ফাতেমা নাজমা বেগম, শামসুন্নাহার ভূঁইয়া, রুমানা আলী, সুলতানা নাদিরা, হোসনে আরা, হাবিবা রহমান খান, জাকিয়া পারভীন খানম, শেখ এ্যানী রহমান, অপরাজিতা হক, খন্দকার মমতা হেনা লাভলী, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, ফজিলাতুন্নেছা, রাবেয়া আলী, তামান্না নুসরাত বুবলী, নার্গিস রহমান, মনিরা সুলতানা, খালেদা খানম, সৈয়দা রুবিনা মিরা, কানিজ সুলতানা, গ্লোরিয়া ঝর্ণা সরকার, জাকিয়া তাবাসসুম, ফরিদা খানম সাকী, ফরিদপুর থেকে রুশেমা বেগম, সৈয়দা রাশেদা বেগম, সৈয়দা জোহরা আলাউদ্দিন, আদিবা আনজুম মিতা, ফেরদৌসী ইসলাম জেসী, পারভীন হক শিকদার, খোদেজা নাসরীন আক্তার হোসেন, তাহমীনা বেগম, নাদিয়া ইয়াসমিন জলি ও রত্না আহমেদ। জাতীয় পার্টির চার সদস্য হলেন, সালমা ইসলাম, রওশনারা মান্নান, নাজমা আক্তার ও মাসুদা এম রশিদ চৌধুরী। ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খান এবং স্বতন্ত্র হিসেবে জয়ী সেলিনা ইসলাম।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৭:২১:১৮ ● ৫৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ