নেছারাবাদে ২০হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ২০হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান
মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২


নেছারাবাদে ২০হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে স্কুল, কলেজে ও মাদ্রাসার প্রায় ২০হাজার শিক্ষার্থীকে কোভিড-১৯ প্রতিরোধে প্রথম ডোজ ফাইজারের ভ্যাকসিন দেয়া হয়েছে। ১১-২৫জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চলে এ টিকাদান কার্যত্রম। উপজেলার ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১-১৭ বছর বয়সী প্রায় ২০ হাজার শিক্ষার্থী পেল ফাইজারের এ টিকা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া জানান, ১৫ দিন ব্যাপি টিকাদান কর্মসুচিতে ১৯ হাজার ৭১৭ শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাকসিন দেয়া হয়েছে। এ ছাড়াও মঙ্গলবার পর্যন্ত এ উপজেলায় মোট ২ লক্ষ ৫২ হাজার ১০১ জন জনসংখ্যার মধ্যে প্রায় ১ লক্ষ ১০ হাজার জনকে প্রথম ডোজ এবং ৭০ হাজার জনকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেয়া হয়েছে। বর্তমানে বুষ্টার ডোজ সহ টিকাদান কার্যত্রম চলমান রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান এ উপজেলায় ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১-১৭বছর (১৮ বছরের নিচে) বয়সী প্রায় শতভাগ শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় এসেছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:০৪ ● ৯৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ