বাউফলে এক কিলোমিটারে দুই ঝুঁকিপূর্ণ সেতু!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাউফলে এক কিলোমিটারে দুই ঝুঁকিপূর্ণ সেতু!
সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২


বাউফলে এক কিলোমিটারে দুই ঝুঁকিপূর্ণ সেতু!

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফল উপজেলা সদর ইউনিয়নের পূর্ব জৌতা গ্রামে মাত্র ১ কিলোমিটারের মধ্যে দুইটি ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে এলাকাবাসী দুর্ভোগের কবলে পড়েছেন। প্রায় ১২ বছর ধরে সেতু দুইটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ওই এলাকার মানুষ। তবুও ঝুঁকিপূর্ণ সেতু মেরামতের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কতৃপক্ষের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০২ সালে পূর্ব জৌতা গ্রামের ৭নং ওয়ার্ডে বাউফল-নওমালা খালের উপর ১ কিলোমিটারের ব্যাবধানে ২টি আয়রন সেতু নির্মাণ করা হয়। নির্মাণের কিছু দিনের মাথায় দ্ইুটি সেতুর স্লিপার ভেঙে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এরপর আর সংস্কার না করায় বর্তমানে সেতু দুইটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রয়োজনের তাগিদে ওই এলাকার মানুষ সেতু দুইটির উপর বাঁশের সাঁকো তৈরি করে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।
১০৪ নং পূর্ব জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, প্রতিদিন ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ সেতু পারাপার হয়ে আসা-যাওয়া করে। সেক্ষেত্রে যে কোন সময় হতাহতের ঘটনা ঘটতে পারে।
আইয়ুব আলী, রহিম মৃধা ও শাকিল সহ একাধিক এলাকাবাসী বলেন, সেতু দুইটি মেরামতের দাবী দীর্ঘদিনের। কিন্তু কতৃপক্ষের বিষয়টি নিয়ে কোন মাথাব্যাথা নেই। এলাকাবাসীর উদ্যোগে আমরা সেতুর উপর বাঁশের সাকো তৈরি করে যাতায়াত করছি। আমরা দ্রুত সেতু দুইটি মেরামত করার দাবী জানাই।
এ প্রসঙ্গে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সেতু দুটি পরিদর্শন করে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এএস/এমআর

বাংলাদেশ সময়: ২২:২০:৪১ ● ২১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ