গলাচিপায় মুদ্রা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মুদ্রা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
রবিবার ● ২৩ জানুয়ারী ২০২২


গলাচিপায় মুদ্রা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুজিল জামে মসজিদের সামনে রাস্তা থেকে মুদ্র প্রতারক চক্রের প্রধান হোতা খলিল হাওলাদার (৫৮)কে আটক করেছে গলািচপা থানা পুলিশ । ধৃত খলিল আমতলী উপজেলার কুকুয়ার কৃষ্ণনগর গ্রামের মৃতু মোবারক হাওলদারের ছেলে।
স্থানীয় ও মামলার সূত্রে জানাযায়, খলিল হাওলাদার, মামুন হাওলাদার, কালাম ফকির এরা একটি সংঘবদ্ধ প্রত্যারকচক্র। গলাচিপা উপজেলার বিশিষ্ট মাছ ব্যাবসায়ী মোঃ শহিদুল ইসলাম সাথে মাছ কেনার কথা বলে  সখ্যতা গড়ে তোলে এবং বলে আমরা খুব অসহায় আমাদের কাছে কিছু সৌদির রিয়েল আছে। তাহারা রিয়েলগুলো কোথাও বিক্রি করতে পারতেছেনা। তাদেরকে ৩লাখ ৬০হাজার টাকা দিলে সৌদিআরবের ১২লাখ টাকার সৌদি রিয়েল দিবে বলে পুরাতন ছিরা লুঙ্গির টুকরা দ্বারা প্যাচানো একটি বান্ডিল শহিদুলকে দেখায় খলিল, মামুন, কালাম। শহিদুল সৌদিরিয়েলের বান্ডিলটি খুলতে চাইলে পুলিশের ভয় দেখিয়ে রিয়াল গুণতে না দিয়ে স্থান ত্যাগ করতে বলেন। শহিদুল পরে ব্যাগটি খুলে দেখেন ভিতরে রিয়ালের পরিবর্তে কাগজ কেটে বান্ডিল করে গামছা দিয়ে মুড়ানো। প্রতারণার শিকার শহিদুল ইসলাম খান এ ঘটনায় বাদী হয়ে শনিবার রাতে গলাচিপা থানায় একটি প্রতারণার মামলা করেন। সেই মামলায় চক্রটিকে ধরতে পুলিশ মাঠে নামে। এমন এক প্রতারণার ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে গোপনে গলাচিপা উপজেলা শহরে এসে অবস্থান নেয়। সংঘবদ্ধ ওই প্রতারকচক্র গলাচিপা পৌর শহরে অবস্থান করছে- গোপন সূত্রে এমন খবর জানার সঙ্গে সঙ্গে থানার এসআই মোঃ ইমনের নেতৃত্বে পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্তিবাগ স্লুজিল জামে মসজিদের সামনে রাস্তা থেকে প্রত্যারক চক্রের ১জনকে গ্রেফতার করে। বাকি ৩ জন পালিয়ে যায়।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:৫৮ ● ২৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ