কাউখালীতে চিকিৎসক-কর্মচারীদের মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে চিকিৎসক-কর্মচারীদের মানববন্ধন
শনিবার ● ২২ জানুয়ারী ২০২২


কাউখালীতে চিকিৎসক-কর্মচারীদের মানববন্ধন

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মাসুম হোসেনের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানব বন্ধন করেছে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
শনিবার (২২শে জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জরুরী চিকিৎসা ও টিকা দান কর্মসূচী ব্যতীত সব ধরণের কার্যক্রম বন্ধ রেখে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। মানব বন্ধন চলাকালে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন হাসপাতালের কর্মরত কর্মচারীরা। উল্লেখ্য, বৃহস্পতিবার (২০জানুয়ারী) বিকেলে কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ঢুকে জরুরী বিভাগে কর্মরত থাকা কর্মচারীর উপর নির্যাতন ও হামলা চালায় একদল দূর্বৃত্ত। তাকে মূমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। এ ব্যাপারে গত শুক্রবার (২১জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কর্মকার বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন বলেন এ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:১১ ● ৪৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ