পটুয়াখালীতে ১৪ অবৈধ বেহুন্দী জাল জব্দ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ১৪ অবৈধ বেহুন্দী জাল জব্দ
বুধবার ● ১৯ জানুয়ারী ২০২২


পটুয়াখালীতে ১৪ অবৈধ বেহুন্দী জাল জব্দ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৪ টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে কোষ্টগার্ড। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনার চর, সাগর মোহনা ও আগুনমুখা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসব জালের অবৈধ বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুলের উপস্থিতিতে রাত আটটার দিকে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় রাঙ্গাবালী কোষ্টগার্ডে পেটি অফিসার এন.ইউ আরিফসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গাবালী কোষ্টগার্ডের পেটি অফিসার এন.ইউ আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। অসাধু জেলেদের আইনের আওতায় আনা হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:০০ ● ৫৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ