কাউখালীতে ইটভাটায় দু’লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ইটভাটায় দু’লাখ টাকা জরিমানা
মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২


কাউখালীতে ইটভাটায় দু’লাখ টাকা জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে একটি ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কাউখালীর ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন পরিবেশ অধিদফতর ,সদর দপ্তর.ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নওরীন হক। “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)” অনুযায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির কাউখালীর জোলাগাতী গ্রামে মেসার্স খান ব্রিকসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ইট ভাটার মালিককে দুই লাখ টাকা টাকা জরিমানা  এবং ড্রাম চিমনী ভেঙ্গে দেয়া হয়েছে।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো.আবদুল হালিম।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৫৯ ● ৪৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ