চরফ্যাশনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!
রবিবার ● ১৬ জানুয়ারী ২০২২


চরফ্যাশনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার ১৬৯নং দক্ষিন চরআইচা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা মাকসুদা বেগমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই ব্যপারে চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোাগ করা হয়েছে।
জানাযায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন জাহান ও সহকারী শিক্ষিকা মাসুদা বেগমের  যোগসাজসে বিদ্যালয়ের সরকারি বরাদ্দের ক্ষুদ্র মেরামত, স্লিপ, রুটিন মেন্টিনেজ, ওয়াসব্লক ও পাকপ্রাথমিক অর্থ বরাদ্দের টাকা গুলো আত্মসাৎ করা হয়। প্রধান শিক্ষিকা নিজ বাড়ীর দরজার প্রতিষ্ঠান হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে বেড়াচ্ছেন। তাদের ভয়ে ওই এলাকার কেউ বিগত দিনে মুখ খোলতে সাহস পাচ্ছেনা
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন জাহান বলেন, বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম হয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
এই ব্যপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় গিয়ে তদন্ত করা হয়েছে। শিক্ষা অফিসারের সাথে আলাপ করে পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:১৭ ● ৯২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ