করোনার বন্ধে অনেক ছাত্রী ঝড়ে পড়েছে-.স্বাস্থ্য সচিব

প্রথম পাতা » বরিশাল » করোনার বন্ধে অনেক ছাত্রী ঝড়ে পড়েছে-.স্বাস্থ্য সচিব
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২


করোনার বন্ধে অনেক ছাত্রী ঝড়ে পড়েছে-.স্বাস্থ্য সচিব

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সিনিয়র সচিম লোকমান হোসেন বলেছেন, বিশ্বের অনেক দেশ এখনও করোনার টিকা পায়নি। প্রধানমন্ত্রী হস্তক্ষেপে বাংলাদেশে  ১২ বছরের উপরের সকল শিক্ষার্থীকে টিকা দেওয়া হ্েচ্ছ। তোমাদের (শিক্ষার্থী) মা-বাবা টিকা না নিলে তাদের টিকা নিতে উৎসাহিত করবে। দেশে পর্যাপ্ত টিকার মজুদ আছে।  শতভাগ টিকা নিশ্চিত করতে হবে। সর্বস্তরের মাণুষকে টিকার আওতায় আনতে হবে। করোনাার কারণে ২০ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক ছাত্রীর বাল্য বিয়ে হয়েছে। ফলে অনেক ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজ, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় ও খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পৃথক পৃথক ভাবে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বেলা ১১টার দিকে বার্থী ডিগ্রি কলেজের হলরুমে কলেজ অধ্যক্ষ কাজী আব্দুস ছালামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিম মো. সাইফুল্লাহিল আজম, বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস।
বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ স্বপন পান্ডে, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্র্রধান শিক্ষক বিএম ইদ্রিস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার বেগ প্রমূখ। শেষে প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন ওই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে ২ হাজর ২৫০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৭:০০ ● ৯২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ