অপ্রতিরোধ্য গতিতে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » অপ্রতিরোধ্য গতিতে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
বুধবার ● ১২ জানুয়ারী ২০২২


অপ্রতিরোধ্য গতিতে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে  বাংলাদেশ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

“শেখ হাসিনা সকল শ্রেনির মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছেন। অপার সম্ভাবনার বাংলাদেশকে অন্ধকারাছন্ন অবস্হা থেকে উজ্জল আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে  বাংলাদেশ”- পিরোজপুরে  এক চেক বিতরন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এমন কোন জায়গা নেই যেখানে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার পরশ পৌছেনি।
বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইকবাল কবির। অনুষ্ঠানে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলার ৪৮ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর জন্য আর্থিক সহায়তা হিসেবে ২৪ লক্ষ টাকার চেক বিতরন করা হয়। পিরোজপুর সমাজ সেবা বিভাগ জেলায় মোট ৮৩ জন রোগীকে এ আর্থিক সহায়তার চেক বিতরন করে। এর আগে মন্ত্রী প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে পাওয়া ৩৭৬০ পিস কম্বল শীতার্তদের মাঝে বিতরন করেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৪:১৬ ● ৪১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ