কলাপাড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা!
সোমবার ● ১০ জানুয়ারী ২০২২


কলাপাড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

টিআর, রাজস্ব ও এলজিএসপির ১৩ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ যথাযথ ভাবে না করে টাকা আত্মসাতের অভিযোগে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল আকনের নামে মামলা করা হয়েছে। একই ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ জামান হোসেন রবিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন। বিজ্ঞ আদালত পিবিআাই পটুয়াখালী জেলা প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়েছে, ২০১৭-২০১৮ অর্থবছরে শেখ রাসেল স্মৃতি সংসদ সংষ্কার করতে টি আর এর এক লাখ ৩৫ হাজার, একটি রাস্তা মেরামতের এক লাখ ৩৫ হাজার টাকাসহ এলজিএসপি ও রাজস্ব খাতের বিভিন্ন অংকের সাতটি প্রজেক্টের ১৩ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ যথাযথ ভাবে না করে আত্মসাত  করেছেন। এর প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন। চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল আকন জানান, প্রকল্পের কাজ তিনি যথাযথ ভাবে বাস্তবায়ন করেছেন। কোন ধরনের সমস্যা নেই। শুধুমাত্র হয়রানি ও তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ মামলা করা হয়েছে। তিনিও সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৪৮ ● ৬৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ