বাউফলে স্বামীত্বের দাবীতে প্রেমিকার অনশন
প্রথম পাতা »
সর্বশেষ »
বাউফলে স্বামীত্বের দাবীতে প্রেমিকার অনশন
রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৯
বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফলে স্বামীত্বের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করেছে কলেজ পড়–য়া এক তরুনী। অনশনের সময় প্রেমিকের পরিবারের লোকজন ওই তরুনীকে শারিরীকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ অনশনরত ওই তরুনীকে উদ্ধার করে বাবা মায়ের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের আবুল বশারের মেয়ে কেশবপুর কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ছাত্রি লিজা আক্তার ছনিয়ার (১৮) সাথে পার্শ্ববর্তী বাড়ির আক্কেল গাজির ছেলে সুমন গাজির দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল। সাংবাদিকদের কাছে লিজা আক্তার জানায়, ২০১৬ সালের ১৪ এপ্রিল গোপণে দুজনে কোরয়ান শরীফ স্বাক্ষী রেখে বিয়ে করে উভয়ে স্বামী-স্ত্রীর মতো বসবাস করে আসছে। অন্তঃসত্ত্বার ভয়ে তাকে জন্মনিরোধক ওষুধও খাওয়ানো হতো। গত ২১ ফেব্রুয়ারি লিজা সামাজিকভাবে তাকে বিয়ে করার জন্য সুমনকে চাপ দিলে সমুন তাকে বিয়ে করতে অস্বীকার করে। এনিয়ে উভয় পরিবারের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করার চেষ্টা করা হলেও সুমনের পরিবার রাজি হয়নি। এর প্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি লিজা স্বামীত্বের দাবিতে সুমনের ঘরে গিয়ে উঠে। এ সময় সুমনের মা ফজিলাত বেগম ও পরিবারের অন্যান্য সদস্যরা লিজাকে মারধর করে ঘর থেকে বের করে দেন। ঘটনার পর স্থানীয়রা লিজাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন। দুই দিনেও কোন ফয়সালা না পেয়ে লিজা রোববার সুমনের বাড়ি গিয়ে উঠানে অনশন শুরু করে। এ খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিজাকে উদ্ধার করে বাবা মায়ের কাছে হস্তান্তর করেন এবং কেশবপুর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে করা অভিযোগের ভিত্তিতে ফয়সালা করার তাগিদ দেন। তবে এ বিষয়ে মতামত জানতে সুমনের ০১৭৫১০৯৩৭৪৮ ও ০১৭৫৭২৭৭৭৫৮ নম্বরে বার বার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। তবে সুমনের পরিবারের থেকে সাংবাদিকদের জানান, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজানো নাটক। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এ নাটক সাজানো হয়েছে। স্থানীয় চেয়ারম্যান এ্যাডভোকেট মহিউদ্দিন লাভলু জানান, অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দোকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এপি/এনবি
বাংলাদেশ সময়: ১৫:৫২:৩৭ ●
৪৫৭ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)