গোপালগঞ্জের এমএম ম্যাথড কোচিং-নেছারাবাদে বৃত্তি প্রদান ও শিক্ষকদের সম্মাননা

প্রথম পাতা » পিরোজপুর » গোপালগঞ্জের এমএম ম্যাথড কোচিং-নেছারাবাদে বৃত্তি প্রদান ও শিক্ষকদের সম্মাননা
রবিবার ● ২ জানুয়ারী ২০২২


নেছারাবাদে বৃত্তি প্রদান ও শিক্ষকদের সম্মাননা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

নেছারাবাদে মো. আবু হাসান শেখ মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিকেলে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ওই বৃত্তি প্রদান করা হয়।
ট্রাষ্টের সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নিয়াজ আহম্মেদের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও যুগ্ম কর কমিশনার মো. হাফিজ আল আসাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল হক,  প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, শিক্ষিকা সাইফুন্নাহার, আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি  মো. সিরাজুল ইসলাম ফায়েজ, কাউন্সিলর কাজী মো. ওয়াহিদুজ্জামান, এসএম জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ৭৫ জনকে মোট ৮৫ হাজার ৫০০ টাকা এবং সনদপত্র বিতরণ করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪০:১৮ ● ৫৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ