কুয়াকাটায় খাস জমির অর্ধশতাধিক দোকানঘর উচ্ছেদ

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় খাস জমির অর্ধশতাধিক দোকানঘর উচ্ছেদ
শনিবার ● ১ জানুয়ারী ২০২২


কুয়াকাটায় খাস জমির অর্ধশতাধিক দোকানঘর উচ্ছেদ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট এলাকাসহ বেড়িবাঁধের বাইরে ও ভেতরে খাস জমিতে থাকা অর্ধশতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
শনিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব উচ্ছেদ করা হয়। আগামী ২০জানুয়ারি তিনদিন ব্যাপী কুয়াকাটায় বীচ কার্নিভাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ লক্ষ্যে বীচের সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসন কাজ শুরু করেছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে আজ ৫০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এনইউবি/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:৪৭:১২ ● ৪০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ