গলাচিপায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১


গলাচিপায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)বেলা বারোটায় পৌর শহরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, থানা ভারপ্রাপ্ত অফিসার এম আর শওকত আনোয়ার ইসলাম। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, ৩ কিলোমিটার এলাকাজুড়ে খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর আগে তাদের নোটিশ প্রদান করা হয়েছিলো পর্যায়ক্রমে এ উপজেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:২১:১৬ ● ২৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ