বঙ্গোপসাগরে ধরা পড়েছে ১০মন ওজনের শাপলাপাতা মাছ

প্রথম পাতা » কুয়াকাটা » বঙ্গোপসাগরে ধরা পড়েছে ১০মন ওজনের শাপলাপাতা মাছ
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১


বঙ্গোপসাগরে ধরা পড়েছে ১০মন ওজনের শাপলাপাতা মাছ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১০মন ওজনের বিশাল আকৃতির একটি শাপলাপাতা মাছ। বুধবার দুপুরে মৎসবন্দর আলীপুরের বিএফডিসি মার্কেটে এটি বিক্রির জন্য নিয়ে আসে জেলেরা। শাপলাপাতা মাছটি এক নজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায় আড়ৎ ঘাটে।
জেলেরা জানান, চট্টগ্রামের বাশখালির একটি নাম বিহীন ট্রলারের জেলেদের জালে এ মাছটি সাগরে ধরা পড়ে। জাল থেকে এটিকে ট্রলারে তুলতে তাদের বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন জেলেরা। পরে স্থানীয় মৎসবন্দর আলীপুরের মহেষখালী ফিস আৎড় ঘাটে নিয়ে আসে। ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেছে ওই আড়দের মালিক ইউসুফ হাওলাদার জানিয়েছেন।
এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৩:৪৫ ● ৯১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ