ওসমানীনগরে তথ্য আপার উঠান বৈঠক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ওসমানীনগরে তথ্য আপার উঠান বৈঠক
মঙ্গলবার ● ২৮ ডিসেম্বর ২০২১


ওসমানীনগরে তথ্য আপার উঠান বৈঠক

ওসমানীনগর (সিলেট) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রন্তিক জনগোষ্টির উন্নয়নের পাশাপাশি নারীদের সামাজিক অবস্থানের উন্নতি ও উদ্যোক্তা সৃষ্টির প্রত্যয়ে সিলেটের ওসমানীনগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ের উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে গোয়ালাবাজর ইউনিয়নের নুরপুর গ্রামস্থ যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শিপন আহমদের বাড়িতে রবিবার বিকালে অনুষ্টিত উঠান বৈঠকের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুহানী আক্তার। বিশেষ অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ রব্বানী,কলারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শায়খুল ইসলাম শায়েক।
অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের অসহায়,হতদরিদ্র, সুবিধাবঞ্চিতসহ নারীর সমাজের সার্বিক কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন। তথ্য প্রযুক্তির সেবার মাধ্যমে নারীদের সাবলম্বী করে কর্মসংস্থান,উদ্যোক্তা ও নারীর ক্ষমতায়নকে জাগ্রত করার কাজ অব্যাহত রয়েছে।যার ধারাবাহিকতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় মহিলা সংস্থার অধীনে ‘তথ্য আপা’ মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ের কাজ এগিয়ে চলছে নারীদের সমাজিক মর্যাদা বৃদ্ধি, অবহেলা, নিপীরন,নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে সম্মেলিত ভাবে এগিয়ে আসার আহব্বান জানান তারা।
বক্তব্য রাখেন, সমাজসেবী আমিরুল ইসলাম, তথ্য সহকারী নাদিয়া আক্তার নীলি, ফারজানা আক্তার, মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়েরে সহকারী শিক্ষক শায়খুল ইসলাম শায়েখ, অপু আহমদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অর্ধশতাধিক মহিলাদের বিভিন্ন বিষয়ে দক্ষতার প্রশিক্ষনসহ বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষাসহ অনুদান প্রদান করা হয়েছে।

জেএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:০৮ ● ৫৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ