বাবুগঞ্জে আ’লীগের প্রার্থী দেলোয়ার’র বিজয়

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে আ’লীগের প্রার্থী দেলোয়ার’র বিজয়
সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১


বাবুগঞ্জে আ’লীগের প্রার্থী দেলোয়ার’র বিজয়

বাবুগঞ্জ(বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

 

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৭৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আনিছুর রহমান সবুজ হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৫৬ ভোট। দেলোয়ার হোসেন রাঢ়ী ২ হাজার ২০০ ভোট বেশি পেয়ে জয় হয়েছে। অপর প্রার্থীর মধ্যে (স্বতন্ত্র) প্রার্থী আলমগীর হোসেন স্বপন মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ১৪৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান হাওলাদার হাতপাখা পেয়েছেন ১ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন। মোট প্রার্থী ছিলেন ছয়জন। তাঁরা হলেন আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী (নৌকা), ওয়ার্কার্স পার্টির আনিছুর রহমান সবুজ (হাতুড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান হাওলাদার( হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন স্বপন (মোটরসাইকল), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম (আনারস), বিএনপি নেতা কাওসার হোসেন (ঘোড়া)।

রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এসময় আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে তার হাতে ফলাফলের স্বাক্ষরিত কপি হস্তান্তর করেন রিটার্নিং অফিসার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খালেদ হোসেন স্বপন, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল,  সাধারণ সম্পাদক মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলন, জাতীয় পার্টির আহ্বায়ক মকিতুর রহমান কিসলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী প্রমুখসহ। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৩ হাজার ১৭৭ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৮৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৪০টি ভোট বাতিল হয়।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৭:৪৩ ● ৪২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ