ঢাকা সাগরকন্যা অফিস॥
উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে যে ক‘টিতে ভোট হবে, সেই সেব উপজেলায় দলের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার গণভবনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ১২৭ উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করেন। পরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম জানানো হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের উপজেলাগুলোতে ৮৭ ও ১২২ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এবার পাঁচ ধাপে উপজেলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তৃতীয় ধাপে ভোটগ্রহণ হবে ২৪ মার্চ। আওয়ামী লীগের প্রার্থী হলেন যাঁরা:
রংপুর সদর উপজেলায় নাসিমা জামান ববি, রংপুরের মিঠাপুকুর উপজেলায় মো. জাকির হোসেন সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মোহাম্মদ রাব্বুল হোসেন, গোমস্তাপুর উপজেলা মো. হুমায়ুন রেজা, নাচোল উপজেলায় মো. আবদুল কাদের, শিবগঞ্জ উপজেলায় সৈয়দ নজরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলায় মোহাম্মদ ইয়ারুল ইসলাম, মেহেরপুর মুজিবনগর উপজেলায় মো. জিয়াউদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলায় এম এ খালেক, কুষ্টিয়া সদর উপজেলায় আতাউর রহমান, ভেড়ামারা উপজেলায় আখতারুজ্জামান মিঠু ও কুমারখালী উপজেলায় আবদুল মান্নান খান মনোনয়ন পেয়েছেন।
বরিশালের মুলাদী উপজেলায় মো. তারিকুল হাসান খান মিঠু, হিজলা উপজেলায় সুলতান মাহমুদ, ঝালকাঠি জেলার সদর উপজেলায় খান আরিফুর রহমান, নলছিটি উপজেলায় মো. সিদ্দিকুর রহমান, রাজাপুর উপজেলায় মো. মনিরুজ্জামান, কাঁঠালিয়া উপজেলায় এমদাদুল হক মনির, ভোলার বোরহান উদ্দিন উপজেলায় আবুল কালাম, শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মো. মোশারফ হোসেন, শ্রীবরদী উপজেলায় মো. আশরাফ হোসেন খোকা ও ঝিনাইগাতী উপজেলায় এস এম আবদুল্লাহেল ওয়ারেজ নাইম প্রার্থী হয়েছেন।
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এ বি এম ডি মোস্তাকিম, শ্যামনগর উপজেলায় এস এম আতাউল হক, কালিগঞ্জ উপজেলায় শেখ আতাউর রহমান, কলারোয়া উপজেলায় ফিরোজ আহম্মেদ স্বপন, তালা উপজেলায় ঘোষ সনৎ কুমার দেবহাটা উপজেলায় মো. আবদুল গনি, বরিশাল সদর উপজেলায় সাইদুর রহমান রিন্টু, বাকেরগঞ্জ উপজেলায় মোহাম্মদ শামসুল আলম, বাবুগঞ্জ উপজেলায় কাজী ইমদাদুল হক, বানারীপাড়া উপজেলায় মো. গোলাম ফারুক, উজিরপুর উপজেলায় আবদুল মজিদ সিকদার (বাচ্চু), গৌরনদী উপজেলায় সৈয়দা মনিরুন নাহার মেরী ও আগৈলঝাড়া উপজেলায় আবদুর রইচ সেরনিয়াবাত মনোনয়ন পেয়েছেন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কামারুল আরেফিন, খোকসা উপজেলায় সদর উদ্দিন খান, দৌলতপুর উপজেলায় এজাজ আহ্মেদ মামুন, চুয়াডাঙ্গার সদর উপজেলায় মো. আসাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলায় জিল্লুর রহমান, দামুড়হুদা উপজেলায় সিরাজুল আলম ঝন্টু, জীবননগর উপজেলায় আবু মোহাম্মদ আবদুল লতিফ অমল, ঝিনাইদহ সদর উপজেলায় আবদুর রশিদ, শৈলকূপা উপজেলায় নায়েব আলী জোয়ারদার, হরিণাকু-ু উপজেলা মশিউর রহমান জোয়ার্দ্দার, কালিগঞ্জ উপজেলায় জাহাঙ্গীর সিদ্দিক, মাগুরার মহম্মদপুর উপজেলায় মো. আবদুল মান্নান, মাগুরা সদর উপজেলায় আবু নাসির বাবুল, শ্রীপুর উপজেলায় পঙ্কজ কুমার সাহা, শালিখা উপজেলায় শ্যামল কুমার দে, নড়াইল সদর উপজেলায় নিজাম উদ্দিন খান নিলু, কালিয়া উপজেলায় কৃ পদ ঘোষ, লোহাগড়া উপজেলায় রাশিদুল বাসার ডলার ও সাতক্ষীরা সদরে মোহাম্মদ আসাদুজ্জামান বাবু প্রার্থী হয়েছেন।
মনোনয়ন পেয়েছেন মাদারীপুর শিবচর উপজেলায় মো. শামসুদ্দিন খান, কালকিনি উপজেলায় মীর গোলাম ফারুক, রাজৈর উপজেলায় মো. আবদুল মোতালেব মিয়া, শরীয়তপুর সদর উপজেলায় মো. আবুল হাসেম তপাদার, জাজিরা উপজেলায় মোবারাক আলী সিকদার, নড়িয়া উপজেলায় এ কে এম ইসমাইল হক, বেদরগঞ্জ উপজেলায় মো. হুমায়ুন কবীর, ডামুড্যা উপজেলায় মো. আলমগীর, গোসাইরহাট উপজেলায় সৈয়দ নাসির উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলায় মো. সফিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলায় মো. আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলায় মো. নুরুল ইসলাম ও পাংশা উপজেলায় এ কে এম শফিকুল মোরসেদ।
মানিকগঞ্জ সদর উপজেলায় মো. ইসরাফিল হোসেন, দৌলতপুর উপজেলায় মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, ঘিওর উপজেলায় মো. হাবিবুর রহমান, শিবালয় উপজেলায় রেজাউর রহমান খান, হরিরামপুর উপজেলায় দেওয়ান সাইদুর রহমান, সাটুরিয়া উপজেলায় আবদুল মজিদ ফটো, সিংগাইর উপজেলায় মো. শহিদুর রহমান, গাজীপুর কাপাসিয়া উপজেলায় মো. আমানত হোসেন খান, কালিয়াকৈর উপজেলায় মো. রেজাউল করিম, শ্রীপুর উপজেলায় মো. আবদুল জলিল, কালীগঞ্জ উপজেলায় মো. মোয়াজ্জেম হোসেন, নরসিংদী সদর উপজেলায় আফতাব উদ্দিন ভূঞা, পলাশ উপজেলায় সৈয়দ জাবেদ হোসেন, শিবপুর উপজেলায় মো. হারুনুর রশীদ খান, মনোহরদী উপজেলায় মো. সাইফুল ইসলাম খান, বেলাবো উপজেলায় মোহাম্মদ সমসের জামান ভূঞা ও রায়পুর উপজেলায় মিজানুর রহমান মনোনীত হয়েছেন।
চাঁদপুর সদর উপজেলায় মোহাম্মদ নূরুল ইসলাম দেওয়ান, কচুয়া উপজেলায় মো. শাহজাহান, মতলব উত্তর উপজেলায় এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলায় এ এইচ এম গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলায় মোহাম্মদ জাহিদুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলায় গাজী মাঈনুদ্দিন, শাহরাস্তি উপজেলায় ফরিদ উল্যাহ চৌধুরী, লক্ষীপুর সদর উপজেলায় আবুল কাশেম চৌধুরী, রামগঞ্জ উপজেলায় মনির হোসেন চৌধুরী, রায়পুর উপজেলায় মামুনুর রশিদ, কমলনগর উপজেলায় এ কে এম নুরুল আমিন ও রামগতি উপজেলায় আবদুল ওয়াহেদ।
কিশোরগঞ্জ সদর উপজেলায় সাকাউদ্দিন আহাম্মদ রাজন, হোসেনপুর উপজেলায় মো. শাহ জাহান পারভেজ, কটিয়াদি উপজেলায় তানিয়া সুলতানা, পাকুন্দিয়া উপজেলায় মো. রফিকুল ইসলাম (রেনু), তাড়াইল উপজেলায় মো. আজিজুল হক, করিমগঞ্জ উপজেলায় মো. নাসিরুল ইসলাম খান, ইটনা উপজেলায় চৌধুরী কামরুল হাসান, মিঠামইন উপজেলায় আছিয়া আলম, অষ্টগ্রাম উপজেলায় শহীদুল ইসলাম, নিকলী উপজেলায় কারার সাইফুল ইসলাম, বাজিতপুর উপজেলায় ছারওয়ার আলম, কুলিয়ারচর উপজেলায় সৈয়দ হাসান সারওয়ার মহসিন ও ভৈরব উপজেলায় মো. সায়দুল্লাহ্ মিয়া মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মো. নুরুল আলম, পটিয়া উপজেলায় মোতাহেরুল ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলায় তৌহিদুল হক চৌধুরী, চন্দনাইশ উপজেলায় এ কে এম নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলায় খোরশেদ আলম চৌধুরী, বাঁশখালী উপজেলায় চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, কক্সবাজার সদর উপজেলায় কায়সারুল হক জুয়েল, পেকুয়া উপজেলায় আবুল কাশেম, কুতুবদিয়া উপজেলায় মো. ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী উপজেলায় মোহাম্মদ হোছাইন ইবরাহীম, রামু উপজেলায় রিয়াজ উল আলম, উখিয়া উপজেলায় হামিদুল হক চৌধুরী, টেকনাফ উপজেলায় মোহাম্মদ আলী প্রার্থী হয়েছেন।
এফএন/এমআর