গোপালগঞ্জে ১২ইউপিতে নৌকার জয়লাভ

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে ১২ইউপিতে নৌকার জয়লাভ
সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১


গোপালগঞ্জে ১২ইউপিতে নৌকার জয়লাভ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ৪র্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টির মধ্যে সবক’টিতেই নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন। এদিকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ পরাজয় বরণে চরম বিপাকে পড়েছে বিদ্রোহী প্রার্থীরা।
২৬ ডিসেন্বর চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী’র নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর মধ্যে টুঙ্গিপাড়ায় ৫টি ও কোটালীপাড়ার ৭ টি ইউনিয়নসহ মোট ১২টি ইউনিয়নের সবক’টিতেই আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থীরা বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছেন। যেখানে জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা শতভাগ ভোট পেয়ে নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের এ নির্বাচনে শতভাগ ভোট প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান ও মুখ উজ্জ্বল করায় সাধারন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগসহ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতা কর্মীরা। নির্বাচনের শুরুতেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নেতৃবৃন্দদের কথা উপেক্ষা করে দলের অন্য সদস্যরা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রচার প্রচারনার মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহন করে। বিদ্রোহীদের এহেন কার্যক্রমে এবং দলীয় আচরন বিধি লঙ্ঘণ করায় তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনের শেষ মুহুর্তে দলের প্রতি সম্মান রেখে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মোঃ খালিদ হোসেন জোমাদ্দার, গোপালপুর ইউনিয়নের সুসেন সেন, ডুমুরিয়া ইউনিয়নের হাসমত আলী শিকদার কিনু, কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের মোঃ আবুসাঈদ শিকদারসহ আরো অনেকেই তাদের নির্বাচন থেকে সরে দাড়ান। এর পরেও তারা দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করায় বিপাকের মধ্যে রয়েছেন বলে মনে করছেন দলীয় বিজ্ঞজনেরা। আদৌ তারা তাদের স্বপদে স্থান পাবে কিনা এমনই সংশয় কাজ করছে দলীয় নেতাকর্মীদের মাঝে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১২:৩৮ ● ৯০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ