পটুয়াখালীতে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত!

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত!
সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১


পটুয়াখালীতে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত!

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বচনে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৪২) নামে একজন নিহত হয়েছে। রবিবার সন্ধ্যার পর চরমোন্তাজ ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের নয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিয়া’র সমর্থক। র‌্যাবের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে এমন দাবী পরিবারের। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে এখনও দায়িত্বশীল কোন পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার রাংঙ্গাবালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আজমল হোসাইন বলেন, ভোট গননার সময় কারচুপির অভিযোগ এনে মেম্বার প্রার্থী জিয়া’র কেন্দ্র এজেন্ট ফলাফল ঘোষণায় বাধা প্রদানসহ বিশৃঙ্খলা তৈরি করে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে এলে ফলাফল ঘোষণা করে চলে আসার পথে মেম্বার প্রার্থী জিয়া’র সমর্থকরা লাঠিসোটাসহ দেশীয় অ¯্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তিনি নিজেসহ বেশ পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন। প্রশাসন এসে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্বার করেছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৪৬:২৫ ● ৫১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ