অভিযান লঞ্চ ট্রাজেডি-বামনা’র যাত্রী হামিদ হাওলাদার সন্ধান মেলেনি

প্রথম পাতা » বরগুনা » অভিযান লঞ্চ ট্রাজেডি-বামনা’র যাত্রী হামিদ হাওলাদার সন্ধান মেলেনি
রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১


বামনা’র যাত্রী হামিদ হাওলাদার সন্ধান মেলেনি

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

অভিযান লঞ্চ ১০ ট্রাজেডির পর থেকে এখনও সন্ধান মেলেনি ওই লঞ্চে চিকিৎসা শেষে ফিরে আসা বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের হামিদ হাওলাদারের(৭০)। তিনি তাঁর স্ত্রী, মেয়ে ও জামাই এই চারজন বাড়ীতে ফিরছিলেন। সকলে মৃত্যুকূপ থেকে আসলেও এখনও সন্ধান মেলেনি বৃদ্ধ হামিদ হাওলাদারের।
নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসা নিখোজ হামিদ হাওলাদারের স্ত্রী ময়ফুল বেগম(৬০) জানান, চিকিৎসা শেষে তারা চার জন বাড়ীতে ফিরছিলেন। লঞ্চটির প্রথম তলার ডেকে ইঞ্জিনরুমের পাশেই তারা বিছানা করে ছিলেন। রাতে ইঞ্জিনরুমে আগুন লাগার সাথে সাথে তারা সবাই একসাথে জড়ো হয়। কিছু সময়ের মধ্যে সমগ্র লঞ্চটির লাইট একসাথে বন্ধ হয়ে গেলে তারা দিকবেদিক ছুটাছুটি করতে থাকেন। একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে যান সবাই। ধোয়া ও আগুন সমগ্র লঞ্চে ছড়িয়ে পড়লে তারা যে যার মতন করে ঝাঁপদেন নদীতে। বৃদ্ধ ময়ফুল বেগমের বোরখায় আগুন লেগে গেলে তিনিও নদীতে ঝাপিয়ে পড়ে প্রাণে বাঁচেন। তবে স্বামী হামিদ হাওলাদারের কোন সন্ধান পাননি তিনি। পরে বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে মেয়ে জামাইকে পাই। কিন্তিু অদ্যবধি হামিদ হাওলাদার নিখোঁজ রয়েছেন।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:০১ ● ৬১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ