গলাচিপায় খ.ম জাহাঙ্গীর’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় খ.ম জাহাঙ্গীর’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
শনিবার ● ২৫ ডিসেম্বর ২০২১


গলাচিপায় খ.ম জাহাঙ্গীর’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় সাবেক বস্ত্রপ্রতিমন্ত্রী ও ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসাইনের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও প্রয়াত আখম জাহাঙ্গীর হোসাইনের সহধর্মিণী মিসেস সেলিনা হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ ও পৌর মেয়র আহসানুল হক তুহিন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মু. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহআলম ও মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস ও মোফাজ্জেল হোসেন মাসুদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও প্রয়াত আখম জাহাঙ্গীর হোসাইনের ছেলে আসম জাওয়াদ সুজন, মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা  মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোসা. নুরুন্নাহার বেগম, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ রায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৭ ● ২৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ