গলাচিপায় তীব্র শীতে জীবনযাত্রা ব্যহত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় তীব্র শীতে জীবনযাত্রা ব্যহত
শুক্রবার ● ২৪ ডিসেম্বর ২০২১


গলাচিপায় তীব্র শীতে জীবনযাত্রা ব্যহত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় তীব্র শীতে নি¤œআয়ের মানুষসহ সকলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। পৌষের শুরুতেই জেকে বসা শীতে কাঁপছে পটুয়াখালীর উপকূলীয় জনপদ গলাচিপা। ঘনকুয়াশার সাথে মৃদু হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে শহর ও গ্রামসহ চরাঞ্চলের জনজীবনে। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ছয়টায় জেলায় সর্বনি¤œ ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতের দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নি¤œআয়ের মানুষ। অনেকেই খড় কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়েছেন। শীতের শুরু থেকে বেড়েছে গরম কাপড়ের কদর। শীতার্ত মানুষের পাশে এখনো দাড়ায়নি কোন সরকারী কিংবা বেসরকারী উন্নয়ন সংস্থা। উপজেলার হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। গলাচিপা পৌর শহরের দিনমজুর আতাহার তালুকদার জানান, শীতে শরীর ব্যাকা হয়ে যাচ্ছে। তাই আগুণ জালিয়ে আমরা কয়েকজন শীত নিবারণের চেষ্টা করছি। রিক্সা চালক জুয়েল মিয়া জানান, আগে গভীররাত পর্যন্ত রিক্সা চালিয়েছি। এখন শীতে সন্ধ্যার পর রিক্সা চালানো দায় হয়ে যায়। তাই আয় কমেছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই এলাকায় বেশ কয়েকদিন ঘনকুয়াশা বিরাজ করতে পারে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:৫৩ ● ২০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ