রাঙ্গাবালীতে আচরণবিধি লঙ্ঘনে চারজনের কারাদন্ড

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে আচরণবিধি লঙ্ঘনে চারজনের কারাদন্ড
শুক্রবার ● ২৪ ডিসেম্বর ২০২১


রাঙ্গাবালীতে আচরণবিধি লঙ্ঘনে চারজনের কারাদন্ড

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন থেকে বহিরাগত চারজনকে পাঁচ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ দ- দেন।
দ-প্রাপ্তরা হলেন রাঙ্গাবালীর পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার খারিজ্জমা গ্রামের শাকিল (৩৩), একই গ্রামের সজিব চৌধুরী (৩২), কল্যাণ কলস গ্রামের আল-আমিন (৩০) ও কলাগাছিয়া গ্রামের সোহাগ মিয়া শাকিল (২৪)। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার দায়ে তাদের আটক করা হয় এবং এ দ- দেওয়া হয়।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:১৪ ● ৭০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ