ঢাবি শিক্ষক ডক্টর স্বপন কুমার বালা’র পরলোকগমন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ঢাবি শিক্ষক ডক্টর স্বপন কুমার বালা’র পরলোকগমন
বৃহস্পতিবার ● ২৩ ডিসেম্বর ২০২১


ঢাবি শিক্ষক ডক্টর স্বপন কুমার বালা’র পরলোকগমন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের  কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর স্বপন কুমার বালা মৃত্যু বরণ করেছেন। “দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু”।  তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতন চলছে।

১৯৮১ সালে সাতপাড় হাই স্কুল থেকে স্টান্ড করেন ( প্রথম থেকে দশম এর মধ্যে স্থান)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সে ফাস্ট ক্লাশ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদান করেন। একাউন্টিং এ দক্ষতার জন্য সরকার তাকে প্রথমে ঢাকা স্টক এক্সচেঞ্জের সিইও নিয়োগ করেন এবং পরে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কমিশনারের দায়িত্ব দেন। তিনি মৃত্যুকালে স্ত্রী বিউটি রায় এবং দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।


এইবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৫:০৩ ● ১৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ