ফুলবাড়ীতে গো-খাদ্যে মাত্রাতিরিক্ত পিপিএম সিসা‘য় গরুর মৃত্যু!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে গো-খাদ্যে মাত্রাতিরিক্ত পিপিএম সিসা‘য় গরুর মৃত্যু!
মঙ্গলবার ● ২১ ডিসেম্বর ২০২১


ফুলবাড়ীতে গো-খাদ্যে মাত্রাতিরিক্ত পিপিএম সিসা‘য় গরুর মৃত্যু!

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

কারখানার মাটি ঘাস ও খড়ের নমুনা পরীক্ষার রিপোর্টে মাত্রাতিরিক্ত সীসার কারণে গরু মৃত্যু নিশ্চিত হওয়ার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গবাদি পশুকে খড় -ঘাস খাওয়াতেও ভয় পাচ্ছেন কৃষক- খামারিরা । আগামী এক বছর এ খড় মজুদ করে না রাখতে পারায় গোখাদ্য নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগীরা।
ঢাকার চিফ সায়েন্টিফিক অফিসারের কার্যালয় টেকনোলজি এন্ড জুরিসপ্রুডেন্স অনুবিভাগের ডা. রামমোহন অধিকারীর স্বাক্ষরিত রিপোর্ট ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পৌঁছলে এর বিষক্রিয়ার ব্যাপকতায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে পরীক্ষার রিপোর্টে ওই এলাকার ‘ঘাসে’ পাওয়া গেছে ৩০ হাজার পিপিএম, ‘খড়ে’ পাওয়া গেছে ৩০ হাজার পিপিএম এবং ‘মাটিতে ’পাওয়া গেছে ৫ হাজার পিপিএম।
ক্ষতিগ্রস্ত কৃষক খামারিরা বলেন, আমন ধানের খড় দিয়ে তাদের এক বছরের গবাদিপশুর খাবার প্রস্তুত হয়ে থাকে। এখন খড়ে বিষক্রিয়া হওয়ায় তাদের কপাল পুড়েছে! কী করে তারা সামনের এক বছর গবাদিপশুকে খাওয়াবেন? মাঠের কতদূর পর্যন্ত এই সীসার বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে তা তারা জানেন না। এই বিষয়টিও তাদের কাছে পরিষ্কার করার দাবি জানান প্রশাসনের কাছে। ক্ষতিগ্রস্তরা বলেন, কেউ গরুর মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছেন। আবার কেউ চরম ভোগান্তিতে পড়েছে ধানের খড় ব্যবহার করতে না পারায়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, কারখানা এলাকার খড় ঘাস এমনকি ধান পর্যন্ত খাওয়ানো যাবেনা। কতদূর পর্যন্ত সীমানার মধ্যে এই নিষেধাজ্ঞা থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যতদূর পর্যন্ত এই সীসার ডাস্ট ছড়িয়েছে, ততদূর পর্যন্ত। বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের চার সদস্যের অনুসন্ধানী দলের রিপোর্ট কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, এখনো জানিনা ; তবে আসলেই জানতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, ওই এলাকার সিসাযুক্ত খড়গুলো পুড়িয়ে ফেলা হবে এবং বিনিময়ে ক্ষতিপূরণ দেয়া হবে।
উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে এবং ইউএনও মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনে বিধিমোতাবেক ব্যবস্থা নেব।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫০ ● ২৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ