তালতলীতে স্কুলের বিস্কুট খেয়ে শিশুর মৃত্যু!

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে স্কুলের বিস্কুট খেয়ে শিশুর মৃত্যু!
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১


তালতলীতে স্কুলের বিস্কুট খেয়ে শিশুর মৃত্যু!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

স্কুলের দেয়া উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট খেয়ে এক বছরের শিশু জুনায়েত মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামে সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে।
জানাগেছে, উপজেলার হাড়িপাড়া গ্রামের আব্দুল জলিল হাওলাদারের শিশুপুত্র জাকারিয়া কড়াইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লেখাপড়া করেন। গত ১৩ ডিসেম্বর জাকারিয়াকে স্কুল থেকে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্কুট দেয়া হয়। সোমবার সকালে মা মল্লিকা বেগম শিশুপুত্র জাকারিয়া ও এক বছরের শিশু জুনায়েতকে ওই স্কুলের বিস্কুট খেতে দেয়। ওই বিস্কুট খাওয়ার সাথে সাথে শিশু জুনায়েত অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ সাদিয়া রাখি মাটি শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুটির মা মল্লিক বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, স্কুলের দেয়া বিস্কুট খাইয়া মোর পোরাডা মারা গেছে।
প্রতিবেশী আব্দুল মজিদ বলেন, বিস্কুট খেয়ে শিশুটির স্বাস প্রস্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষনিত শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেছেন।
কড়াইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাঃ বিউটি বেগম তৃতীয় শ্রেনীর ছাত্র জাকারিয়াকে বিস্কুট দেয়ার কথা স্বীকার করে বলেন, উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ ওই বিস্কুট ৫ বছরের নীচের শিশুদের খাওয়ানো নিষেধ রয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাদিয়া রাখি মাটি বলেন, ধারনা করা হচ্ছে শিশুটির স্বাসনালীতে বিস্কুট আটকে স্বাস প্রস্বাস বন্ধ হয়ে মারা গেছে।
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:২৮ ● ৪৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ