নাজিরপুরে তাফসিরুল কুরআন মাহফিল

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে তাফসিরুল কুরআন মাহফিল
রবিবার ● ১৯ ডিসেম্বর ২০২১


নাজিরপুরে তাফসিরুল কুরআন মাহফিল

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

পৃথীবীর শ্রেষ্ঠতম ন্যায়বিচারক রাসুল(সঃ)। তিনি দুনিয়ার সকল অন্যায়-অনাচার দুর করে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আমাদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। শ্রেষ্ঠতম এ বিচারকের আদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে পারলে সমাজে শান্তি ফিরে আসবে। বক্তারা আরো বলেন, আমাদের সমাজে মিথ্যা, জুলুম, নির্যাতনের ফলে সর্বত্ত অশান্তির দাবানল জ্বলছে। তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কোন শৃংখোলা নেই। মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে যুগোপযোগী সমাজ ব্যাবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
শুক্র ও শনিবার (১৭/১৮ ডিসেম্বর) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পশ্চিম বুইচাকাঠী আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানার উদ্যোগে ৫৩ তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ দিন ব্যাপী বিশাল তাফসির মাহ্ফিলে বক্তারা তাদের বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। হাফেজ মাওলানা আবুমুছার সভাপতিত্বে ও মাওলানা মাহবুবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু), এ সময় তাফসিরুল কুরআন মাহফিলে আলোচনা পেশ করেন, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আহমাদুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি ইব্রাহীম নোমানী, মাওলানা মুফতি আব্দুস সোবহান, মাওলানা নাসিরুদ্দিন প্রমূখ। উক্ত মাহ্ফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আলহাজ্ব রফিকুল ইসলাম টিপু সভাপতি পশ্চিম বুইচাকাঠী আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৫৬ ● ৩৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ