গলাচিপায় প্রতিপক্ষের মারধরে আহত-২

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্রতিপক্ষের মারধরে আহত-২
শুক্রবার ● ১৭ ডিসেম্বর ২০২১


গলাচিপায় প্রতিপক্ষের মারধরে আহত-২

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামরিতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন উপজেলার পানপট্টি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের জয়মানিক গ্রামের মৃত. মতলেব হাওলাদারের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৪) ও তার স্ত্রী মোসা. পিয়ারা বেগম (৩৮)। আহতদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম জানান, আনোয়ার হোসেনের শরীরে কালো কালো দাগ আছে। তার বাম হাতে ও বাম পায়ে ফুলা জখমের চিহ্ন আছে। তার স্ত্রী পিয়ারা বেগমের বাম কানের লুতরি ছিড়ে যায় এবং শরীরে বিভিন্ন অংশে ফুল জখম রয়েছে। আহত আনোয়ার হোসেন জানান, বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধান সিদ্ধ করাকে কেন্দ্র করে পাশর্^বর্তী ইউনিয়নের ছলেমান, মো. জুয়েল, মো. নিজাম, মো. সোহেল একত্রিত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে আহত পিয়ারা বেগম জানান, আমার চিৎকারে এলাকার লোকজন না আসলে ওরা আমাকে মেরে ফেলত। প্রতিপক্ষ ছলেমানের কাছে জানতে চাইলে তারা বলেন, পরস্পর আমরা আত্মীয়। বিষয়টি স্থানীয়দের সাথে বসে মীমাংসার ব্যবস্থা করতেছি। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করবেন বলে জানান।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:০৯ ● ২১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ