পিরোজপুরে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান শুরু

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান শুরু
বুধবার ● ১৫ ডিসেম্বর ২০২১


পিরোজপুরে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান শুরু

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে শুরু হয়েছে ১২- ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান কার্যক্রম। এ উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে টিকা দান কর্মসূচীর উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।
এ সমসয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী।
পিরোজপুর সিভিল সার্জন ডাঃমোঃ হাসনাত ইউসুফ জাকী বলেন, প্রথম দিনে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মোট ৬০০ শিক্ষার্থীকে এ টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার ৪৮ হাজার স্কুল শিক্ষার্থী ও ১০ হাজার কলেজ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। ইতোমধ্যে ১৮ হাজার ৭২০ ডোজ টিকা গ্রহন করেছেন। যার মেয়াদ ২০২২ সালের ১২ জানুয়ারী শেষ হচ্ছে। প্রতিদিন প্রায় ১ হাজার ২ শত ডোজ টিকা দেয়া হবে। আগামী সপ্তাহ থেকে শিক্ষার্থীদের টিকা দিতে প্রতি উপজেলায় ১টি করে কেন্দ্র স্থাপন করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এ টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছে পিরোজপুর সিভিল সার্জন অফিস।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:২১:৪১ ● ৯৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ