ফুলবাড়ীতে ২শ’৫ দরিদ্র পরিবারকে বকনা গরু প্রদান

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে ২শ’৫ দরিদ্র পরিবারকে বকনা গরু প্রদান
সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১


ফুলবাড়ীতে ২শ’৫ দরিদ্র পরিবারকে বকনা গরু প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (১৩ ডিসেম্বর) ২০৫টি অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় অতিদিরিদ্র পরিবার উন্নয়নে গরু বিতরণ কর্মসুচির আওতায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী (এপি) এর আয়োজনে, উপজেলার বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী উচ্চ বিদ্যালয় মাঠে এলুয়ারী, আলাদীপুর, বেতদিঘী, কাজিহাল ইউনিয়নের অতিদরিদ্র পরিবারের মাঝে এই বকনা গরু বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বকনা গরু বিতরণ উদে¦াধন করেন প্রাথামিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো: আব্দুল কুদ্দুস, মাদিলাহাট কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম ডাবলু,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার (এসিও) অরোবিন্দু সিলভেটার গোসেভ, এপি ফুলবাড়ী শাখার ম্যানেজার স্বপন সিং, বেতদিঘি ইউনিয়নয় আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আলম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কাজিহাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক তোবারক হোসেন, শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৭:৪১ ● ২১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ