জমে উঠছে চরমোন্তাজ ইউপি নির্বাচন

প্রথম পাতা » পটুয়াখালী » জমে উঠছে চরমোন্তাজ ইউপি নির্বাচন
শনিবার ● ১১ ডিসেম্বর ২০২১


জমে উঠছে চরমোন্তাজ ইউপি নির্বাচন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৪নং চরমোন্তাজে  পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। সমান তালে চলছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা।
সরেজমিন দেখা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে নির্বাচনের প্রচার-প্রচারনা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত স্ব স্ব প্রতিক নিয়ে ভোটারদের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরে দোয়া ও ভোট আশা করছেন। হাটবাজারের ঝিমিয়ে থাকা টং দোকান গুলোতে এখন চা’য়ের কাপেঁর টুন টুন শব্দে জানান দিচ্ছে ঘনিয়ে আসছে ইউপি নির্বাচন। বিভিন্ন এলাকায় প্রার্থীদের উঠান বৈঠকে মিষ্টি জেলাপী বিতরণে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন নির্বাচনী ইস্তেহার পরবর্তী কর্মসূচী। গ্রামগঞ্জের আধাঁপাকা সড়ক গুলোতে মোটরবাইকে বাংলা গানের মিশ্রণে মাইকের আওয়াজ আর পোষ্টার বিতরণে জমে উঠছে চরমোন্তাজ ইউপি নির্বাচন। চরমোন্তাজ ইউপি নির্বাচনে নৌকা প্রতিক পেয়েছেন সামসুদ্দিন আবু মিয়া, সতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে আবু কাসেম মোল্লা, আপরদিকে চরমোন্তাজ ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মুন্সী আনারস প্রতিক এবং বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনিত প্রার্থী হাত পাখা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ মনির আকন নির্বাচন করছেন। এছাড়া  ৯টি ওয়ার্ডে  সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ১১ জন এবং সাধাররণ ইউপি সদস্য মোট ৩৬ জন প্রার্থী আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশ গ্রহন করছেন।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:১০ ● ২২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ