পটুয়াখালীতে আর্ন্তজাতিক নারী দিবস পালন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে আর্ন্তজাতিক নারী দিবস পালন
বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১


পটুয়াখালীতে আর্ন্তজাতিক নারী দিবস পালন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

জয়িতাদের সম্মাননাসহ নাা কর্মসূচির মধ্যে দিয়ে পটুয়াখালীর বাউফল ও গলাচিপায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

বাউফল: নানা কর্মসূচী ও জয়িতাদের সম্মাননা প্রদানের শধ্য দিয়ে পটুয়াখালীর বাউফলে পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস। বাউফল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনের এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ ও সংসদ সদস্য আসম ফিরোজ। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু ও বাউফল প্্েরসক্লাব সাবেক সভাপতি আল মামুন।
এসময় শিক্ষা ও ‘চাকুরী বিষয়ে’ ইন্দ্রকুল গ্রামের রাহিমা আক্তার, ‘সফল জননী’  হিসাবে পৌর শহরের মনোয়ারা বেগম, ‘অর্থনৈতিকভাবে স্বাভলম্বী’ সায়মা আরা, ‘সমাজ উন্নয়নে অবদান’ ইয়াসমিন ফারুককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ‘নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু’ করার বিষয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন এই নারীরা।
প্রধান অতিধি সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, নারী উন্নয়নে বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের চেয়ে প্রধানমন্ত্রী শেক হাসিনা পিছিয়ে নেই। বর্তমান বিশ্বে নারী জাগরণে শেখ হাসিনা একটি রোল মডেল। বেগম রোকেয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য যা করছেন তা সকলের দোড় গোড়ায় পৌছে দিতে হবে।

গলাচিপা: “শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা”- এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বেগম রোকেয়া দিবস উদযাপন এবং জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা শিরিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউল্লাহ, সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিঞা, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশীদ খান, ব্র্যাক এনজিওর সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির পল্লী সমাজের সদস্য মুনতি ফারুক হোসেন, মোসা. হনুফা বেগম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা ও সভা শেষে জয়িতাদের সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৭:৪৩ ● ২০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ