পটুয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে ৯জনের জেল-জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে ৯জনের জেল-জরিমানা
বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১


পটুয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে ৯জনের জেল-জরিমানা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী সংলগ্ন আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মামুন হাওলাদার (২৫) ও নজরুল ইসলাম (৩২) নামের দুই যুবককে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও সাত জনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাত বারোটার দিকে এ কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান, বেশ কয়েকদিন ধরে দন্ডকৃতরা অবৈধভাবে বালু কেটে আসছে। এতে ঝুকির মুখে পড়ছে রাঙ্গাবালী উপজেলাসহ আশপাশের এলাকা। এরপরও যদি কেউ অবৈধভাবে বালু কাটার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হইবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:০৫ ● ৫৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ