চরফ্যাশনে ট্রলার ডুবিতে নিখোঁজ ২১জেলে, উদ্ধার-১

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে ট্রলার ডুবিতে নিখোঁজ ২১জেলে, উদ্ধার-১
সোমবার ● ৬ ডিসেম্বর ২০২১


চরফ্যাশনে ট্রলার ডুবিতে নিখোঁজ ২১জেলে, উদ্ধার-১

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার ঢালচর দক্ষিনে বঙ্গোপ সাগরে মাছ ধরার ট্রলার ডুবে ২১ জেলে নিখোজ হয়েছে।  তাদের মধ্যে এই রিপোর্ট লেখা পর্যন্ত জাফর নামের একজেলেকে উদ্ধার করা হয়েছে।                            স্হানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০ টায় বিছিন্ন দ্বীপ ঢাল চরের প্রায় ৩০ কিলেমিটার দক্ষিণে হঠাৎ ঝড়ের কবলিত হয়ে ট্রলারটি ডুবে যায়।  এতে ট্রলারে থাকা বাচ্চু মাঝি, মাল্লা আল আমীন,ফরুক, জাবেদ,আবদুল খালেক,ইউছুফ আলী, হাফেজ,জসিম উদ্দীন, রফিকুল ইসলাম, মাসুদসহ  ২১জন নিখোজ হয়। তাদের সকলের বাড়ি আবদুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। আবদুল্লাহপুর আওয়ামীলীগের সভাপতি ইলিয়াছ মাস্টার জানান, তাদের মধ্যে হাফেজ নামক এক মাল্লাকে উদ্ধার করেছে পাথর ঘাটের একটি ট্রলার। বাকীদের কোন সংবাদ পাওয়া যায়নি।

দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন বলেন, এমন ঘটনা আমি শুনছি তবে দক্ষিণ আইচা থানা পুলিশ কোস্ট গার্ড উদ্ধাবের তৎপরতা চালাচ্ছে।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:১৪ ● ২৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ