গৌরনদীতে মৎস্য কর্মকর্তার অনিয়মের প্রতিরোধে মানববন্ধন

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে মৎস্য কর্মকর্তার অনিয়মের প্রতিরোধে মানববন্ধন
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১


গৌরনদীতে মৎস্য কর্মকর্তার অনিয়মের প্রতিরোধে মানববন্ধন

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূক্তভোগী গ্রামবাসী।
রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার শরিকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের হতদরিদ্র অর্ধশতাধিক নারী পুরুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান সরদার, জহিরুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তরা বলেন, শরিকল পাইলট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মিজানুর রহমান বাদশার নির্বাচনের সময় তার পক্ষ না করার অভিযোগে খাদ্য বান্ধব কর্মসূচির হতদরিদ্রর ৫৯টি কার্ড (১০টাকা কেজি দরের চাউলের কার্ড) বিতরণের সময় গত ১৭ নভেম্বর আটকে দেন। এ ব্যাপারে ভূক্তভোগীরা গত ১৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার অভিযোগের ব্যাপারে তদন্তের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারকে দায়িত্ব প্রদান করেন। আবুল বাশার ইউপি সদস্য মিজানের কাছে প্রভাবিত হয়ে তার পক্ষে গত ১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন প্রদান করেন।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:০১:০২ ● ৫৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ