পবিপ্রবিতে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবিতে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১


পবিপ্রবিতে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থানীয় কৃষকদের মাঝে সাম্প্রতিক উদ্ভাবন ও উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পিআইডিসি অফিসের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় অর্ধশত কৃষক-কৃষাণী উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কৃষি অনুষদের সিনিয়র প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কৃষি বিজ্ঞানী পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ও পবিপ্রবির সাবেক প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী।

প্রশিক্ষনটি পরিচালনা করেন পিআইডিসি অফিসের সভাপতি প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ, প্রশিক্ষন সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পিআইডিসি অফিসের সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স। প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন প্রদান করেন প্রফেসর ড. মাহবুব রব্বানী, প্রফেসর ড. মোঃ লোকমান আলী, প্রফেসর ড. শামীম মিয়া, প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং সহযোগী অধ্যাপক লিটন চন্দ্র সেন।

প্রশিক্ষনে প্রধান অতিথি মাননীয় ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন,
পবিপ্রবির গবেষকদের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি কৃষকদের দোড়গোরায় পৌঁছানোর উদ্যোগ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পিআইডিসি অফিসের
মাধ্যম এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। মেধাবী জাতি গঠনের জন্য পুষ্টিকর খাবার খুব গুরুত্বপূর্ণ। তাই খাবারের বিষয়ে সম্মক ধারনা দেয়ার জন্য তিনি প্রশিক্ষণে মায়েদের প্রতি সবচেয়ে বেশি আরোপ করেছেন।


জেআর/এমআর 

বাংলাদেশ সময়: ২০:৪৪:০১ ● ২২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ