গলাচিপায় মামলা প্রত্যাহারে এলাকাবাসীর মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মামলা প্রত্যাহারে এলাকাবাসীর মানববন্ধন
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১


গলাচিপায় মামলা প্রত্যাহারে এলাকাবাসীর মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিবন্ধি রব জোমাদ্দারের স্ত্রী ভানু বিবি। ভানু বিবি লিখত বক্তব্যে বলেন, তার স্বামী রব জোমাদ্দার প্রতবন্ধি একটি ছোট চায়ের দোকান দিয়ে তার সংসার চলে। গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী নাজিবুর রহমান মঞ্জু ও পরাজিত প্রার্থী কামাল হোসেন সমর্থকদের সংর্ঘষ হয়। সংর্ঘষে চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেনের সমর্থক দুধা পল্লানের মৃত্যু হয়। ওই ঘটনায় ২৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। সংঘর্ষের সময় আমার স্বামী রব জোমাদ্দার, বিজয়ী প্রার্থী নাজিবুর রহমান মঞ্জু ও তার বড় ভাই হাজী নেছার উদ্দিন ঘটনাস্থলই ছিলনা। প্রতিপক্ষ নির্বাচনে পরাজিত হয়ে হত্যার ঘটনা অন্য দিকে ঘোরানোর জন্য মিথ্যা মামলা দয়ের করে।এই মামলার করণে প্রায় ১ মাস যাবত উত্তর পক্ষিয়া গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে। এসময় উপস্থিত ছিলেন হামিদা বেগম, সাহিনুর বেগম,
জাকিরের মা ফরিদা বেগম প্রমুখ। তারা এই হত্যার ঘটনার নিরেপক্ষ তদন্ত দাবি করেন।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৮:২৩ ● ২১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ